Labels

Thursday, August 18, 2022

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়ঃ- ১ম l শ্রেণিঃ ৯ম - ১০ম

 

শ্রেণীঃ- ৯ম ১০ম  

বিষয়ঃ- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অধ্যায়ঃ- ১ম 

পার্ট ১ : বহুনির্বাচনি প্রশ্ন (০১-১০)


১. একুশ শতকের সম্পদ কী?

ক. কৃষি         খ. অর্থ

গ. জ্ঞান         ঘ. শিল্প-বাণিজ্য


২. পৃথিবীর সম্পদ কোনটি?

ক. রোবট             খ. জ্ঞান

গ. সাধারণ মানুষ  ঘ. খনিজ সম্পদ


৩. মানুষ পৃথিবীর সম্পদ, মানুষই পারে —

i. জ্ঞান সৃষ্টি করতে

ii. জ্ঞান ধারণ করতে

iii. জ্ঞান ব্যবহার করতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii         ঘ. i, ii ও iii


৪. একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?

ক. Internet                   খ. E-mail

গ. Internationalization     ঘ. Facebook


৫. Globalization এবং Internationalization বিষয় দুটির ত্বরান্বিত হওয়ার কারণ কী?

ক. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি         খ. ইন্টারনেট

গ. জ্ঞানভিত্তিক অর্থনীতি             ঘ. গ্লোবাল ভিলেজ


৬. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিকাশের ফলাফল —

i. Green House Effect

ii. Globalization

iii. Internationalization

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii         ঘ. i, ii ও iii


নিচের অনুচ্ছেদটি পড়ে ৯১ ও ৯২ নম্বর প্রশ্নের উত্তর দাও

হাবিব স্যার ক্লাসে পড়ানোর সময় একুশ শতাব্দীর আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন।

৭. হাবিব স্যারের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

ক. জ্ঞান          খ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

গ. অর্থ             ঘ. সৃজনশীলতা

৮. হাবীব স্যার যে বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন —

i. Information Technology

ii. Globalization

iii. Internationalization

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii


৯. প্রকৃতির ওপর মানুষের নির্ভরশীলতা কমে যাওয়ার পেছনে কারণ কী?

ক. অর্থের ব্যবহার         খ. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার

গ. ইন্টারনেট               ঘ. তথ্যের ক্রমবিকাশ


১০. একুশ শতাব্দীতে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে?

ক. অর্থ-সম্পদভিত্তিক         খ. বাজেটভিত্তিক

গ. জ্ঞানভিত্তিক                 ঘ. তথ্যভিত্তিক


উত্তরমালা- পার্ট ১ : (১.গ ২.গ ৩.ঘ ৪.গ ৫.ক ৬.গ ৭.খ ৮.গ ৯.খ ১০.গ)


পার্ট ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)


১১. একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে—

i. উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে

ii. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে জ্ঞান অর্জন করতে হবে

iii. তথ্যপ্রযুক্তিতে পারদর্শী হতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii


১২. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন তৈরি করে কত সালে?

ক. ১৮৩৩ খ. ১৮৪২

গ. ১৯৫৩ ঘ. ১৯৯১


১৩. কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?

ক. চার্লস ব্যাবেজ                    খ. অ্যাডা লাভলেস

গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল         ঘ. জগদীশচন্দ্র বসু


১৪. সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে—

i. স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে

ii. সরকারি সেবার মান উন্নত হবে

iii. ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii


১৫. শিল্পবিপ্লব কবে সংঘটিত হয়েছিল?

ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে         খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে

গ. ঊনবিংশের শেষে                           ঘ. বিংশ শতাব্দীতে


১৬. ভবিষ্যতে পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করবে কারা?

ক. যারা ঘরে বসে থাকবে             খ. যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে

গ. যারা অর্থভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে     ঘ. যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে


১৭. মানুষ কোনটির ওপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করেছে?

ক. যন্ত্র খ. ইচ্ছা

গ. জ্ঞান ঘ. তথ্য


১৮. জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতাটি সবচেয়ে জরুরি?

ক. সৃজনশীলতা             খ. বিপ্লব করার ক্ষমতা

গ. চিন্তাভাবনা               ঘ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা


১৯. একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে কোন বিষয়টি অবশ্যই জানতে হবে?

ক. সম্পদের সুষ্ঠু ব্যবহার     খ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

গ. বিশ্বগ্রাম                  ঘ. বিশ্বায়ন


২০. মানুষের যন্ত্রের ওপর নির্ভরতার ফলে—

i. প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমে গেছে

ii. জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে

iii. কর্মসংস্থান হ্রাস পাচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii


উত্তরমালা- পার্ট: (১১.গ ১২.ঘ ১৩.গ ১৪.ঘ ১৫.খ ১৬.খ ১৭.ক ১৮.ঘ ১৯.খ ২০.ক)


পার্ট ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)


২১. বর্তমান যুগে টিকে থাকতে যেসব দক্ষতা আয়ত্ত করা প্রয়োজন—

i. জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা

ii. যোগাযোগের দক্ষতা

iii. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii             খ. i ও iii

গ. ii ও iii            ঘ. i, ii ও iii


২২. নতুন তথ্য সৃষ্টি করতে কোনটির প্রয়োজন?

ক. ইন্টারনেটের জগতে প্রবেশ         খ. জ্ঞান আহরণ

গ. তথ্যপ্রযুক্তির বিনাশ                 ঘ. তথ্যপ্রযুক্তির জগতে প্রবেশ


২৩. ফেসবুকের নির্মাতা কে?

ক. স্টিভ জবস     খ. বিল গেটস

গ. মার্ক জাকারবার্গ     ঘ. টিম বার্নার্স লি


২৪. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা অর্জন করলে—

i. জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করা সম্ভব হবে

ii. নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না

iii. তথ্য সংগ্রহ করতে পারবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii             খ. i ও iii

গ. ii ও iii            ঘ. i, ii ও iii


২৫. আধুনিক কম্পিউটারের জনক কে?

ক. চার্লস ব্যাবেজ                খ. অ্যাডা লাভলেস

গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল     ঘ. স্টিভ জবস


২৬. চার্লস ব্যাবেজ কে ছিলেন?

ক. প্রকৌশলী ও গণিতবিদ         খ. চিত্রকর

গ. গবেষক                          ঘ. শিক্ষক


২৭. চার্লস ব্যাবেজের জন্ম কত সালে?

ক. ১৭৯১                 খ. ১৭৯২

গ. ১৭৯৩                 ঘ. ১৮৫২


২৮. চার্লস ব্যাবেজের মৃত্যু হয় কত সালে?

ক. ১৮১৫                    খ. ১৮৪২

গ. ১৮৫২                     ঘ. ১৮৭১


২৯. ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে?

ক. চার্লস ব্যাবেজ                 খ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

গ. মার্ক জাকারবার্গ               ঘ. অ্যাডা লাভলেস


৩০. Analytical Engine গণনা যন্ত্রটি কে আবিষ্কার করেন?

ক. স্টিভ জজনিয়াক             খ. চার্লস ব্যাবেজ

গ. বিল গেটস                    ঘ. মার্ক জাকারবার্গ


উত্তরমালা- পার্ট : ২১.গ ২২.ক ২৩.গ ২৪.খ ২৫.ক ২৬.ক ২৭.ক ২৮.ঘ ২৯.ক ৩০.খ


পার্ট ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)


৩১. চার্লস ব্যাবেজের তৈরি করা গণনা যন্ত্রটির নাম কী?

ক. Difference Engine and Analytical Engine    খ. Calculator and Calculation

গ. Radio                                               ঘ. Micro-electronics


৩২. ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন—এ যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করে?

ক. চৌম্বকীয় বলের মতো                 খ. যান্ত্রিকভাবে গণনা করতে পারে

গ. কম্পিউটারের মতো কাজ করে         ঘ. গাড়ির ইঞ্জিনের মতো কাজ করে


৩৩. চার্লস ব্যাবেজের তৈরি করা প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়?

ক. লন্ডনের বিজ্ঞান জাদুঘরে         খ. ইতালিতে

গ. জার্মানিতে                         ঘ. রাশিয়াতে


৩৪. কত সালে Difference ইঞ্জিন এবং Analytical ইঞ্জিন তৈরি করা হয়?

ক. ১৭৯১         খ. ১৮১৫

গ. ১৮৭১          ঘ. ১৯৯১


৩৫. ডিজিটাল বাংলাদেশ তৈরির চূড়ান্ত লক্ষ্য কী?

ক. সব শ্রেণির, সব ধরনের মানুষের জীবনের মান উন্নয়ন        খ. সুবিচার নিশ্চিত করা

গ. সব ক্ষেত্রে স্বচ্ছতা                                                ঘ. সব ক্ষেত্রে দায়বদ্ধতা


৩৬. কত সালে চার্লস ব্যাবেজের সঙ্গে অ্যাডা লাভলেসের পরিচয় হয়?

ক. ১৮১৫         খ. ১৮৩৩

গ. ১৮৪২         ঘ. ১৮৫২


৩৭. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?

ক. স্টিভ জবস                  খ. চার্লস ব্যাবেজ

গ. অ্যাডা লাভলেস             ঘ. লর্ড বায়রন


৩৮. কত সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তাঁর ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?

ক. ১৭৯১                     খ. ১৮১৫

গ. ১৮৪২                     ঘ. ১৮৭১


৩৯. ১৮৪২ সালে চার্লস ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে তাঁর তৈরি করা ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?

ক. এমআইটিএস                     খ. তুরিন বিশ্ববিদ্যালয়

গ. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়            ঘ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়


৪০. অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন?

ক. কম্পিউটার                 খ. ইংরেজি

গ. বিজ্ঞান ও গণিত           ঘ. সাহিত্য


উত্তরমালা- পার্ট : ৩১.ক ৩২.খ ৩৩.ক ৩৪.ঘ ৩৫.ক ৩৬.খ ৩৭.গ ৩৮.গ ৩৯.খ ৪০.গ

Monday, May 28, 2018

Interjection কাকে বলে ? Interjection বলতে কি বুঝায় ?

Interjection কাকে বলে ? Interjection বলতে কি বুঝায় ?

Interjection ( আবেগসূচক

অব্যয় ) : যে Word দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, ভয় প্রভৃতি মনের আবেগ প্রকাশ করে তাকে Interjection বলে ।
যেমন : 


  • Alas ! The man is dead.
  • Hurrah ! We have won the match.
  • Oh ! you tell a lie.
  • Hush ! The baby is sleeping.  
                                                                                                                                                     Assistant teacher
                                                                                                                                                      Shahed Ahmed
                                                                                                                                                      01712-85 99 34
                                                                                                                                                          Department
                                                                                                                                Information and communication technology,
                                                                                                                                             And physical education.
                                                                                                                                   Elaiganj Hifzul Quran Dakhil  Madrasha.
                                                                                                                                       South Surma, Sylhet-3108, Bengladesh